ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেবে বাংলাদেশ ব্যাংক

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০১:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে

 

ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বৃহত্তর সংস্কারের অংশ হিসেবে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর এ ঘোষণা দেন।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে সরকারের সহায়তায় একটি ছোট বোর্ড পুনর্গঠন করা হবে।

এছাড়া আগামী দুই দিনের মধ্যে একজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে। পর্যায়ক্রমে এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত সব ব্যাংকের পর্ষদে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকের মূলধনের ন্যূনতম ২ শতাংশ শেয়ার রয়েছে এমন সাবেক পরিচালকদের পর্ষদে পুনর্বহাল করা হবে।

গভর্নর মনসুর আরও ঘোষণা দেন, এস আলম ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সব শেয়ারের (৮২ শতাংশ) নিয়ন্ত্রণ নেবে সরকার।

তিনি আরও বলেন, ‘এস আলম গ্রুপ তাদের সব পাওনা মিটিয়ে দিলে তাদের শেয়ার ফিরিয়ে দেওয়া হবে। অন্যথায় সে অনুযায়ী শেয়ার সমন্বয় করা হবে।’

বর্তমানে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

২০১৭ সালে ইসলামী ব্যাংককে অধিগ্রহণ করে এস আলম গ্রুপ। এরপর থেকে গ্রুপটি অজ্ঞাত চ্যানেলে ব্যাংক থেকে ৭৫ হাজার কোটি টাকা তুলে নিয়েছে বলে জানা গেছে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো একক ব্যক্তি, পরিবার বা গোষ্ঠী আইনগতভাবে ব্যাংকের শেয়ারের সর্বোচ্চ ১০ শতাংশের মালিক হতে পারেন। তবে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেয়।

এর পরিপ্রেক্ষিতে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেবে বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০১:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

 

ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বৃহত্তর সংস্কারের অংশ হিসেবে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর এ ঘোষণা দেন।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে সরকারের সহায়তায় একটি ছোট বোর্ড পুনর্গঠন করা হবে।

এছাড়া আগামী দুই দিনের মধ্যে একজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে। পর্যায়ক্রমে এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত সব ব্যাংকের পর্ষদে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেছেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যাংকের মূলধনের ন্যূনতম ২ শতাংশ শেয়ার রয়েছে এমন সাবেক পরিচালকদের পর্ষদে পুনর্বহাল করা হবে।

গভর্নর মনসুর আরও ঘোষণা দেন, এস আলম ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সব শেয়ারের (৮২ শতাংশ) নিয়ন্ত্রণ নেবে সরকার।

তিনি আরও বলেন, ‘এস আলম গ্রুপ তাদের সব পাওনা মিটিয়ে দিলে তাদের শেয়ার ফিরিয়ে দেওয়া হবে। অন্যথায় সে অনুযায়ী শেয়ার সমন্বয় করা হবে।’

বর্তমানে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

২০১৭ সালে ইসলামী ব্যাংককে অধিগ্রহণ করে এস আলম গ্রুপ। এরপর থেকে গ্রুপটি অজ্ঞাত চ্যানেলে ব্যাংক থেকে ৭৫ হাজার কোটি টাকা তুলে নিয়েছে বলে জানা গেছে।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো একক ব্যক্তি, পরিবার বা গোষ্ঠী আইনগতভাবে ব্যাংকের শেয়ারের সর্বোচ্চ ১০ শতাংশের মালিক হতে পারেন। তবে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেয়।

এর পরিপ্রেক্ষিতে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।