নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সদ্যগঠিত অন্তবর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নগরকান্দা উপজেলা শাখার সভাপতি, তাহাফফুজে ফিকরে দেওবন্দের মহাসচিব ও আজমতে সাহাবার যুগ্ম-মহাসচিব মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী।
বৃহস্পতিবার মধ্যরাতে তিনি এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান। এতে তিনি বলেন, ডক্টর আফম খালিদ হোসেনকে গুরুত্বপূর্ণ এ পদ দেয়ায় সরকার যেমন তার মেধা থেকে উপকৃত হবে, ঠিক তেমনি দেশবাসী এবং তিনি বিশেষত ইসলামপন্থী জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন বলে আশা করছি। আমি তাকে এবং নবগঠিত সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী বলেন, দেশবাসী আশা করছে নতুন সরকার আন্দোলনকারী শিক্ষার্থী ও জনগণের মনের ভাষা বুঝতে পারবেন এবং সে অনুযায়ী দেশ পরিচালনা করবেন। একইসাথে ইসলাম, মুসলমান এবং দেশবাসীর উপকার হয়- প্রতিটি ক্ষেত্রে এমন সিদ্ধান্তই তারা নেবেন।
ছাত্রগণ অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার দেশে একটি অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ১৭ সদস্যের এই সরকার বুধবার রাত ৯টায় বঙ্গভবনে শপথ নেন। শপথ পড়ান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দীন।