ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের শেষ ম্যাচে ম্যাচে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি করে ইংলিশ ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির মালিক এখন তিনি।
ম্যাচটি ১০ উইকেটে জয়ের পথে ইয়ান বোথামের গড়া ২৮ বলে ফিফটির রেকর্ডটি ভেঙে দেন স্টোকস। ১৯৮১ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে ওই রেকর্ড গড়েন বোথাম।
ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি ডান হাতের আঙুলে চোট পাওয়ায় তৃতীয় ম্যাচে তার পরিবর্তে ব্যাট হাতে মাঠে নামেন স্টোকস। ৩-০ ব্যাবধানে সিরিজ নিশ্চিত করতে চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৮২ রানের লিড পায় ইংল্যান্ড। লক্ষ্য তাড়ায় নেমে ক্যারিবীয় বোলারদের পিটিয়ে ৭.২তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় ইংল্যান্ড।
মাত্র ২৮ বলে দুটি ছক্কা ও ৯টি চারের সাহায্যে ৫৭ রানে অপরাজিত থাকেন স্টোকস। অন্যপ্রান্তে ১৬ বলে চারটি চার মেরে ২৫ রানে অপরাজিত ছিলেন বেন ডাকেট।
এদিন টেস্ট ক্রিকেটের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটিও ভেঙে দেওয়ার সম্ভাবনা তৈরি করেন স্টোকস। প্রথম ১৮ বলে ৪১ রান তুলে ফেলেন তিনি। ২০১৪ সালে মিসবাহ-উল হকের গড়া ২১ বলে ফিফটির রেকর্ড ভাঙতে তার দরকার ছিল পরের দুই বলে একটি করে ছক্কা ও চার। তবে শেষ পর্যন্ত তার আর হয়ে ওঠেনি।
ম্যাচের পর বিবিসিকে তিনি বলেন, ‘রেকর্ডটি যে গড়েছি, ব্যাটিং করার সময় তা জানতাম না। (ফিফটির পর) ডাকেট এসে আমাকে আলিঙ্গন করে বলছিল, এটা রেকর্ড হয়ে যেতে পারে। তবে ম্যাচ শেষে ড্রেসিং রুমে যাওয়ার পর কলি (অ্যাসিস্ট্যান্ট কোচ পল কলিংউড) আমাকে বিষয়টি জানান।’
তিন ম্যাচ সিরিজের তিনটিই জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে ইংল্যান্ড। গত ১৯ জুলাই শুরু হওয়া প্রথম ম্যাচটি এক ইনিংস ও ১১৪ রানে হারে ক্যারিবীয়রা। এরপর দ্বিতীয় ম্যাচটি ইংল্যান্ড জেতে ২৪১ রানের বড় ব্যাবধানে।
এই সিরিজের পর দ্য হান্ড্রেডে নরদার্ন সুপারচার্জার্সের হয়ে চারটি ম্যাচ খেলবেন স্টোকস। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার।