ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

হাতিরপুলে ভবনের আগুন নিয়ন্ত্রণে

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

ঢাকার হাতিরপুল কাঁচাবাজার এলাকায় কার্পেট গুদামে লাগা আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের পাশাপাশি নৌবাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা কাজ করেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ইফতারের সময় ছয় তলা ‘রাজ কমপ্লেক্সের’ দুই তলায় আগুন লাগে।

নৌবাহিনীর ফায়ারম্যান শামীম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর দুটি টিম যোগ দিয়েছে। ভেতরের কী অবস্থা, এখনও বলা যাচ্ছে না। আগুন দেখা না গেলেও ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ৯ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছে। একে একে যোগ দেওয়া সাতটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, আগুনের তীব্রতা কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ভেতর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। উদ্ধার তৎপরতা চালাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অক্সিজেন মাস্ক ও অগ্নিনির্বাপণ কস্টিউম পরে ভেতরে প্রবেশ করছেন।

 

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

নিউরোসায়েন্স হাসপাতালে গিয়ে গুরুতর আহতদের খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টা

হাতিরপুলে ভবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

ঢাকার হাতিরপুল কাঁচাবাজার এলাকায় কার্পেট গুদামে লাগা আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের পাশাপাশি নৌবাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা কাজ করেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ইফতারের সময় ছয় তলা ‘রাজ কমপ্লেক্সের’ দুই তলায় আগুন লাগে।

নৌবাহিনীর ফায়ারম্যান শামীম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর দুটি টিম যোগ দিয়েছে। ভেতরের কী অবস্থা, এখনও বলা যাচ্ছে না। আগুন দেখা না গেলেও ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার ৯ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছে। একে একে যোগ দেওয়া সাতটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, আগুনের তীব্রতা কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ভেতর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। উদ্ধার তৎপরতা চালাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অক্সিজেন মাস্ক ও অগ্নিনির্বাপণ কস্টিউম পরে ভেতরে প্রবেশ করছেন।