শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সাতক্ষীরায় দীপ্ত টেলিভিশন ও দৈনিক বাংলা’৭১ এর সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ’র উপর পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার চার্জশীট দেওয়ার প্রতিবাদে এবং মামলা থেকে অব্যহতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৪ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজ সাতক্ষীরার ব্যানারে এ কর্মসুচি পালন করেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, দীপ্ত টিভি ও দৈনিক বাংলা’৭১ এর সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ, দৈনিক জনতার জেলা প্রতিনিধি মুক্তিযোদ্ধা কালিদাস রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেবহাটার খলিষাখালিতে মহামান্য সুপ্রিম কোর্ট ১৩১৮ বিঘা জমি লাওয়ারিশ হিসেবে ঘোষণা করার পরও ভূমিদস্যু কাজী গোলাম ওয়ারেশ, আইডিয়ালের ডা. নজরুল, আব্দুল আজিজসহ জাল জালিয়াতি করে জমির কাগজপত্র প্রস্তুত করে তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন তৎকালীন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ।
এ তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করায় সাংবাদিক রঘুনাথ খাঁকে গত বছরের ২৩ জানুয়ারি শহরের পিএন হাইস্কুলের সামনে তুলে পুলিশ হেফাজতে নিয়ে পিটিয়ে ও ইলেকট্রিক শক দিয়ে জখম করে পুলিশ। পরে এ সব ঢাকতে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও নাশকতার মামলা দিয়ে আদায় পাঠানো হয়। বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানোর পরও রঘুনাথ খাঁ’র নামে ওইসব মামলায় চার্জশীট দেওয়া হয়েছে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে সম্পুরক চার্জশীট এর মাধ্যমে রঘু নাথ খাঁসহ মিথ্যা মামলার সকল আসামীদের অব্যহতি না দিলে আগামীতে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়