ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কোপায় ব্রাজিলের খেলা দেখবেন না রোনালদিনহো

  • বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৪:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

 

২০২১ সালে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব হারায় ব্রাজিল। এর পর থেকে দলটির পারফরম্যান্সে সেই চেনা ছন্দ দেখা যাচ্ছে না। সবশেষ ২০২২ বিশ্বকাপে হতাশ হতে হয় তাদের; এমনকি ২০২৩ সালের মার্চ থেকে এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলে তাদের জয় কেবল পাঁচটিতে। এমন পরিস্থিতিতে দলের খেলোয়াড়দের আরও হতাশ করলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিয়ো।

বর্তমান ব্রাজিল দলে দক্ষতা, জয়ের তাড়না, নিবেদন- সবকিছুর ঘাটতি দেখছেন রোনালদিনিয়ো। কোপা আমেরিকার আগে দলের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তাই ক্ষোভ ঝেড়েছেন তিনি।

ইউটিউব চ্যানেল কার্তোলোউকোসে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। দলে সাহস ও নিবেদনের ঘাটতি আছে। দলটিতে সবকিছুরই অভাব।’

এমন অবস্থায় কোপায় ব্রাজিলের কোনো ম্যাচই দেখতে চান না জানিয়ে তিনি বলেন, ‘সবকিছুই অনুপস্থিত; আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস… কিছুই নেই। তাদের আরও ভালো ফুটবল খেলা উচিত। আমি কোনো ম্যাচই দেখব না। কোপায় ব্রাজিলের খেলা পরিত্যাগ করব।’

আগামী ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকা শিরোপা পুনরুদ্ধারের অভিযান। এরপর প্যারাগুয়ের বিপক্ষে ২৯ জুন এবং ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে ‘ডি’ গ্রুপের পরের দুটি ম্যাচ খেলবে দরিভাল জুনিয়রের দল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

কোপায় ব্রাজিলের খেলা দেখবেন না রোনালদিনহো

আপডেট সময় : ০৪:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

 

২০২১ সালে ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব হারায় ব্রাজিল। এর পর থেকে দলটির পারফরম্যান্সে সেই চেনা ছন্দ দেখা যাচ্ছে না। সবশেষ ২০২২ বিশ্বকাপে হতাশ হতে হয় তাদের; এমনকি ২০২৩ সালের মার্চ থেকে এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলে তাদের জয় কেবল পাঁচটিতে। এমন পরিস্থিতিতে দলের খেলোয়াড়দের আরও হতাশ করলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনিয়ো।

বর্তমান ব্রাজিল দলে দক্ষতা, জয়ের তাড়না, নিবেদন- সবকিছুর ঘাটতি দেখছেন রোনালদিনিয়ো। কোপা আমেরিকার আগে দলের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তাই ক্ষোভ ঝেড়েছেন তিনি।

ইউটিউব চ্যানেল কার্তোলোউকোসে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। দলে সাহস ও নিবেদনের ঘাটতি আছে। দলটিতে সবকিছুরই অভাব।’

এমন অবস্থায় কোপায় ব্রাজিলের কোনো ম্যাচই দেখতে চান না জানিয়ে তিনি বলেন, ‘সবকিছুই অনুপস্থিত; আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস… কিছুই নেই। তাদের আরও ভালো ফুটবল খেলা উচিত। আমি কোনো ম্যাচই দেখব না। কোপায় ব্রাজিলের খেলা পরিত্যাগ করব।’

আগামী ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকা শিরোপা পুনরুদ্ধারের অভিযান। এরপর প্যারাগুয়ের বিপক্ষে ২৯ জুন এবং ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে ‘ডি’ গ্রুপের পরের দুটি ম্যাচ খেলবে দরিভাল জুনিয়রের দল।