নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘হিযবুত তাহরীরের শীর্ষ জঙ্গী নেতা নাফিস সালাম উদয়কে (৪৭) রাজধানীর আদাবর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ৬টি মামলা রয়েছে। এছাড়া সে একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
র্যাব-২ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম বাসস’কে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ একটি দল শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে রাজধানীর আদাবর থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত এই শীর্ষ জঙ্গী নেতার নাম নাফিস সালাম উদয় (৪৭)। তার বাবার নাম আব্দুস ছালাম। সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘হিযবুত তাহরীর’র শীর্ষ পর্যায়ের নেতা ।
সহকারী পরিচালক শিহাব করিম জানান, আটককৃত উদয় হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গী এবং দাওয়াতি বিভাগের দায়িত্বে রয়েছে। সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থেকে জঙ্গী সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছে।
র্যাব জানিয়েছে, জঙ্গী নেতা উদয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতো।