দেশের অনেক ব্যাংক তাদের আউটলেট ও শাখার নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা অনুসরণ করছে না বলে দেখতে পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকের লকার থেকে সোনা উধাও হয়ে যাচ্ছে এবং ডাকাতির মাধ্যমে ব্যাংকের টাকা লুট হয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে ব্যাংকের শাখাগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি চালু রাখা এবং ব্যাংকের শাখাগুলোতে নিরাপত্তার জন্য পর্যাপ্ত সশস্ত্র পাহারা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) ব্যাংকের শাখাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একটি নির্দেশনা জারি করে তা ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সব তফসিলি ব্যাংকের আউটলেটের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংক শাখার প্রবেশপথে, শাখার ভেতরে, শাখার বাইরে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি বা আইপি ক্যামেরা বা স্পাই ক্যামেরা স্থাপন করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংকের কেন্দ্রীয় তথ্য নেটওয়ার্কের সঙ্গে সিসিটিভি বা স্পাই ক্যামেরা সংযুক্ত রাখা, সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ এবং নিকটস্থ থানা ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পারবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র নিরাপত্তারক্ষীর পাশাপাশি প্রশিক্ষিত সশস্ত্র নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করতে হবে।
এরপরও কিছু ব্যাংক এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এমন পরিস্থিতিতে ব্যাংকের আউটলেট ও শাখার নিরাপত্তা নিশ্চিত করতে আবারও ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
ইসলামী ব্যাংকের চট্টগ্রামের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৪৯ ভরি স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনায় এই প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।